আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সেমিনারের শুরুতেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম।
মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফুয়ারা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্যদেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম বাসিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. রোখশানা কামরুন্নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাজু আহম্মেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মামুন-এ-কাইয়ুম, আটঘরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা। সেমিনারে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিলুজ্জামান। সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ অংশনেয়।