ইছামতি নদীর পূর্বাপর গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক খুব শীঘ্রই ইছামতি নদীর দু‘পাড়ের উচ্ছেদ ও খনন কাজ শুরু হবে

স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন, খুব শীঘ্রই ইছামতি নদীর দু‘পাড়ের উচ্ছেদ অভিযান চালানো এবং খনন কাজ করা হবে। তিনি বলেন, গতবছর উচ্ছেদ অভিযান চালু রাখতে পারলে নদীর খনন কাজ সহ অন্যান্য কার্যক্রম করা যেত। কয়েক জন ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে ৮ টি রিট পিটিশন দায়ের করেন। এর মধ্যে ৭ টি রিট পিটিশন খারিজ করে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। সম্প্রতি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পাবনায় আসেন এবং রিট পিটিশন গুলোর শোনানী করেন। যেখানে আবেদনকারীদের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সুতরাং উচ্ছেদ কার্যক্রমে আর কোন বাধা নেই। ইতিমধ্যে উচ্ছেদ এবং খননের জন্য পৃথক দুটি টেন্ডার আহ্বান করা হয়। ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াধীন। খুব শীঘ্রই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হবে।
গতকাল ( ১২ জানুয়ারি) সকাল ১০ টায় পাবনা জেলা পরিষদ রশিদ হলে ড. মনছুর আলমের লেখা “ ইছামতি নদীর পূর্বাপর ” গ্রন্থের মোড়ক উন্মোচন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা গুলো বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল‘র সভাপতিত্বে এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনু্িঠত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচক হিসেবে আলোচনা করেন জেলা পরিষদ পাবনার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন এবং পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার সহকারী পরিচালক মোশাররফ হোসেন , মাহাতাব ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ( প্রস্তাবিত) পাবনার চেয়ারম্যান আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রন্থের লেখক ড. মনছুর আলম। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার আন্দোলন কারীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ এ কে মীর্জা শহিদুল ইসলাম, অধ্যক্ষ ( অবঃ) প্রফেসর আব্দুল করিম, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, প্রবীন আইনজীবী মীর্জা আজিজুর রহমান, সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে ফারুক রেজা হাবিব, খয়ের সূতি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যায়ের অধ্যক্ষ মনিরা পারভীন, ইমাম গাযযালী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম ফরিদ, পাওনিয়ার ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, পাবনা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, কৃষিবিদ জাফর সাদেক, পূর্ণিমা ইসলাম, হাসান আলী, কামরুন্নাহার শিল্পী, আব্দুল হামিদ খান, আব্দুর রব প্রমুখ।

অনুষ্ঠানে এফবিসিসিআই কো-চেয়ারম্যান হাজী ফারুক, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর আলী আকবর রাজু, পাবনা রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, টাউন গালর্স উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া খাতুন ,মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল হোসেন, সহকারী শিক্ষক সাহানুর রহমান, জাতীয় নদী রক্ষা জোটের সদস্য শফিক আল কামাল, ওয়াইডাব্লুসিএ সেক্রেটারী হেনা গোম্বামী, শফি উদ্দীন, আসিয়াবের আব্দুস সামাদ, ওসাকার মাজাহারুল ইসলাম, মীর ফজলুল করিম বাচ্চু, ডাঃ নাজমুল হক সরকার, ডাঃ সেলিম আহমেদ, মোমতাজ রোজ কলি, মোহসীন আলী,মধুসূধন মজুমদার, উত্তম কুমার দাস, জহুরা আক্তার ইরা, রেহানা সুলতানা শিল্পী, শিশির ইসলাম, কবি ন্দিুক বিশ্বাস, প্রধান শিক্ষক বুরহান উদ্দিন, জামাল রাজা, নাসিমা খন্দকার, হুমায়ুন রাশেদ, তানভীর ইসলাম অয়ন, মোহাম্মদ আলী, জামিল হোসেন, কামরুজ্জামান, জিয়া রহমান, নয়ন কুমার, মনিরুল ইসলাম, সেলিম পাশানপুরী, নজরুল ইসলাম, মাইশা রিদিকা, রাইসা তারুব, নীলা পারভীন, জাহিদ হোসেন বাচ্চু প্রমুখ সহ শতাধিক শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, কবি সাহিত্যক অনুষ্ঠানে অংশ নেন।