অভিনব প্রেম

সবাই শুধু শরীর ছুঁলো
মন ছুঁলো না কেউ,
ভালোবাসার আসল মানে
বুঝলো নাতো কেউ।
হাজার দামি উপহারে
মন ভরালো কেউ,
মনের ভিতর নরম হৃদয়
খুঁজলো নাতো কেউ।
কফিহাউসে বা শপিং মলে
আলো আধারির ভিড়ে,
কম দামি ভালোবাসাটা
গুমরে গুমরে মরে।
আজও ভীষণ দোলাচলে
অপ্রস্তুত এই মনটা,
সর্বক্ষণই গুলিয়ে ফেলে
ভালোবাসার সংজ্ঞাটা।
টালির ঘরে সুখ আছে,
নাকি দালান ঘরেই সুখ?
কোনটা আসল ভালোবাসা
নাকি সবটাই মনের অসুখ?