দুর্গাপুরে পথ পাঠাগারের ভ্রাম্যমান লাইব্রেরি উদ্বোধন

নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর,নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের ভ্রাম্যমান লাইব্রেরি শাখা উদ্বোধন করা হয় মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়ার ব্যাটারিচালিত অটোরিক্সাতে। রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে এই শাখার উদ্বোধন করেন দুর্গাপুরের প্রবীণ ব্যাক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় স্যার সুরৎ চন্দ্র দে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের আহ্বায়ক সাহাদাত হোসেন কাজল, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাংবাদিক জামাল মিয়া,পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা নাজমুল হুদা সারোয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই শাখা উদ্বোধনের ফলে দুর্গাপুরে ঘুরতে আসা পর্যটকরা রিক্সাতে বসে বই পড়ে অবসর সময় কাটাতে পারবে। ভ্রমণ পিপাসুদের জন্য পথ পাঠাগারের ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ অনেকটাই নজর কেড়েছে স্থানীয় পর্যটকদের।
আর আয়োজকরা বলছেন দুর্গাপুরে পৌর শহরের অলিগলি থেকে শুরু করে প্রতিটি রাস্তায় সবসময় লেগে থাকছে যানজট । এই যানজটের মাঝে মানুষের পাঠাভ্যাস গড়ে তুলতে পারে ছোট্ট একটি প্রয়াস ।