আল আমিন মন্ডল (বগুড়া)ঃ কৃষি নির্ভর উত্তর বঙ্গে দীর্ঘদিন থেকেই বাণিজ্যিক ভাবে সবজির চাষ হয়ে আসছে । এ এলাকার সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ সারা দেশে সবজির চাহিদা পুরন করে চলছে ।বগুড়ার সদর উপজেলায় এবার উল্লেখ্যযোগ্য হারে বাঁধাকপি চাষ হয়েছে । মাঠপর্যায় বিভিন্ন জাতের বাঁধাকপির মধ্যে এবার লাল তীর সীড লিমিটেড এর বাজারজাতকৃত হাইব্রিড বাঁধাকপি “ম্যাজিক ৬৫” এর ফলন সবার শীর্ষে। জাতটি রোগবালাইমুক্ত, দেখতে আকর্ষনীয় সবুজ, চ্যাপ্টা আকারের, ওজনে ভারী ও ৬০-৬৫ দিনে বাজারজাত করা যাচ্ছে । প্রতিটি বাঁধাকপির ওজন ২.৫-৩ কেজি। উল্লেখ্য যে, কৃষকদের অভিমত জাতটি তাপমাত্রা সহনশীল বলে জুলাই মাস থেকেই বীজ বপনযোগ্য এবং কপি পূর্নাঙ্গ হওয়ার পরেও দীর্ঘদিন মাঠে রাখলে ফেঁটে যায়না। এ বছরে বাম্পার ফলন ও ভাল দাম পাওয়ায় কৃষক পরিবারগুলো ভিষন খুশি। ফলে লাল তীর সীড লিমিটেড এর হাইব্রিড বাঁধাকপি “ম্যাজিক ৬৫” কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। বেশী ফলন ও দাম বেশী পাওয়ায় কৃষক যেন অধিক লাভের আশায় বুক বেঁধেছে। বগুড়ার সদর উপজেলার মধুমাঝিড়া, লাহেড়ীপাড়া, ভবানিগঞ্জ এলাকার গোলাবাড়ি গ্রামের আর্দশ চাষি রফিকুল ইসলাম ১ বিঘা জমিতে এবার হাইব্রিড বাঁধাকপি “ম্যাজিক ৬৫” রোপন করেন। আবহাওয়া উপযোগী হওয়ার বাম্পার ফলন হয়েছে। প্রতিপিছ বাঁধাকপি ২০ টাকা দরে বিক্রি করছে । বীজ, সার, বালাইনাশক, ও আন্তঃপরিচর্যা সহ মোট খরচ ১৪ হাজার টাকা। তিনি এ পর্যন্ত ঐ জমি থেকে বাঁধাকপি বিক্রি করে প্রায় ৪০ হাজার টাকা পেয়েছেন। বর্তমানে ক্ষেতে যে বাঁধাকপি রয়েছে তাতে তিনি আরো ৬০-৭০ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। ফলে মাঠে চাষ হওয়া বাঁধাকপি “ম্যাজিক ৬৫” এখন কৃষকের মুখে মুখে। গত ৭ জানুয়ারী ( গতকাল বৃহস্পতিবার) লাল তীর সীড লিমিটেড, বগুড়া আঞ্চলিক বিপনন কার্যালয়ের আয়োজনে সফল মাঠ দিবস অনুষ্ঠিত হয় । লাল তীর সীড লিমিটেড এর পিডিএস ও ট্রেনিং বিভাগের ম্যানেজার মোঃ জহুরুল ইসলামের ব্যবস্থাপনায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাল তীর সীড লিঃ এর সম্মানীত ডিভিশনাল ম্যানেজার মোঃ শফিকুর রহমান। মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন রিজিওনাল ম্যানেজার মোঃ হেলাল উদ্দিন বিশ^াস, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন কোম্পানীর পিডিএস ও ট্রেনিং বিভাগের ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম, অত্র অঞ্চলের উপসহকারী কৃষি কমকর্মকর্তাদ্বয় জনাব এনামুল হক ও নূরুল ইসলাম এবং উপস্থাপনা করেন, লাল তীর সীড লিঃ এর মার্কেটিং অফিসার ওমর ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ সহ প্রায় দেড়শতাধিক কৃষক ও কৃষানীবৃন্দ।