সাঁথিয়া প্রতিনিধিঃ
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পাবনার সাঁথিয়ার ৩৭২টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাথা গোজার ঠাঁই হচ্ছে।
জানা যায়, আশ্রায়ণ প্রকল্পের আওতায় উপজেলার ১০ ইউনিয়নে ৩৭২ টি পরিবারের জন্য সরকারী খাস জমিতে গৃহনির্মানের কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে চলতি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরগুলো দরিদ্র ভ’মিহীনদের হস্তন্তর করবেন। উপকার ভোগীরা অধির আগ্রহে প্রহর গুনছেন কবে উঠবেন তাদের স্বপ্নের গৃহে। উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নে ৮৩ টি, নাগডেমরায় ৩০টি, ধুলাউড়ি ইউনিয়নে ৫৬টি, গৌড়িগ্রাম ২৪টি, কাশিনাথপুর ২৩টি, করমজা ৫১টি, নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া ও বোয়ালমারী ৫৫টি, ভুলবাড়িয়া ইউনিয়নে ২টি ও আর-আতাইকুলা ইউনিয়নে ১০টি উন্নত মানের ঘর নির্মান হচ্ছে। ইতো মধ্যে উপপরিচালক (প্রশাসন-২) উপ-সচিব ড.মো: হাবিব উল্লাহ্ বাহার গৃহমান প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। তিনি কাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার আব্দুল্লাহ আল জাবির জানান সরকারী দুই শতাংশ খাস জমির ওপর নির্মিত এক লক্ষ বাহাত্তর হাজার টাকার আধাপাকা টিনসেট প্রতিটি বাড়ীর দুইটি শয়ন কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট, বিদ্যুৎ, পানিসহ অন্যান্য সুবিধা থাকছে। ঘরগুলো নির্মানের জন্য সরকারী খাস জমি নির্ধারন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফায়সাল রায়হান। এ ঘরগুলো সঠিকভাবে নির্মানে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহম্মেদ সার্বিক তদ্বারকি করছেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জামাল আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, কোন মানুষ গৃহহীন থাকবে না। এরই আলোকে সাঁথিয়ায় ৩৭২টি ঘর নির্মিত হচ্ছে। আশা করছি এ মাসের মধ্যেই দরিদ্র ভূমিহীনদের ঘরে উঠার ব্যবস্থা হবে। তাদেরকে ঘরসহ দুই শতাংশ জমির মালিকানা দেয়া হচ্ছে।