তাড়াশে শখের পল্লী উদ্বোধন

সোহেল রানা সোহাগ:

সিরাজগঞ্জের তাড়াশে শখের পল্লী উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সরকার কৃষি প্রগতি এন্ড ইলেকটনিক্স’র আয়োজনে উপজেলার তাড়াশ হতে ভূঞাগাঁগী সড়কের ওয়াসিন মৌজায় শখের পল্লী নামে এক প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সরকার কৃষি প্রগতি এন্ড ইলেকটনিক্স’র প্রোপাইটার আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে শখের পল্লী নামে এক প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তার পিতা অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুস সালাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন মাধাইনগর ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান হাবিব। সরকার কৃষি প্রগতি এন্ড ইলেকটনিক্স এর আর একটি প্রতিষ্ঠান শখের পল্লী উদ্বোধন অনুষ্ঠানে ধাপ ওয়াশীন,ধানকুন্ঠী ও মাদারজানী গ্রামের গ্রাম প্রধান,তাড়াশ বাজার ব্যবসায়ীরা ও সরকার কৃষি প্রগতি এন্ড ইলেকটনিক্স এর কর্মকর্তা কর্মচারীগনদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের উদ্দ্যেশে দোয়া মাহফিল করা হয়।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সরকার কৃষি প্রগতি এন্ড ইলেকটনিক্স’র প্রোপাইটার আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম বলেন, তাড়াশবাসীর কর্ম ব্যস্ততার মাঝে একটু বিনোদন,সরকারী চাকুরীজীবিদের এক ঘেয়েমি দুর করতে একটু মনের ক্লান্তির অবসান,শিশুদের বুদ্ধির বিকাশ বৃদ্ধিতে আনন্দ পূর্ণ পরিবেশ ও শিশুদের সাঁতার শিখতে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা এবং বিকালে চা কপি পেতে এই শখের পল্লী প্রতিষ্ঠানটি করার চেষ্টা করছি।