স্টাফ রিপোর্টারঃ জাতীয় নদী রক্ষ কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, মহামান্য হাইকোর্র্টের নিদের্শনা অনুযায়ী সিএস ম্যাপ অনুসারে ইছামতি নদীর দু‘পাড়ের উচ্ছেদ অভিযান করা হবে। উচ্ছেদ কার্যক্রমের সাথে সাথে সীমানা পিলার এবং খনন কাজও করা হবে। ইতোমধ্যে নদী খননের জন্য এবং উচ্ছেদের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক টেন্ডার করা হয়েছে। পাবনাবাসী অচিরেই পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পূর্বের ন্যায় দেখতে পাবেন। তিনি আরও বলেন, প্রয়োজনে দখলদারদের কাছ থেকে উচ্ছেদের খরচ নেওয়ার আইনও প্রয়োগ করা হবে।
পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দ্রুত খনন করার দাবীতে গতকাল (৩১ ডিসেম্বর) বিকেল তিনটায় খেয়াঘাট নতুন ব্রিজের উপর ইছামতি নদী উদ্ধার আন্দোলন এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্দোলনের সাথে এককাত্বতা ঘোষণা করেন বাপা পাবনা জেলা শাখা।
ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব অলমের সভাপতিত্বে ইছামতি নদী খনন কাজ দ্রুত করার জোর দাবী জানিয়ে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ( অবঃ) আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ তসলিম হাসান সুমন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, ইছামতি নদী উদ্ধার পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, নদী বাঁচাও আন্দোল পাবনার সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বাপা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, সামছুল হুদা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, এমবিএ ফোরাম পাবনার সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান খান, বিশিষ্ট সমাজ সেবক পূর্ণিমা ইসলাম, পাবিপ্রবি‘র গবেষক ও সহকারী রেজিস্টার জহুরুল ইসলাম প্রিন্স,বঙ্গবন্ধু পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ কে এম আবুল কালাম আজাদ, সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সহ-সভাপতি হাসান আলী, বালিয়া হালট গোরস্থানের সভাপতি আব্দুল হান্নান, ডাঃ মফিজ উদ্দিন, মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন আলী, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, চক্রবাক থিয়েটারের সভাপতি সাইফুল ইসলাম শুভ, বিটিভি প্রোগ্রামার ফরহাদ হোসেন, মাইটিভির জেলা প্রতিনিধি মুজিবুল হক লাজুক, এনজিও নেত্রী আলেয়া ইয়াসমিন প্রমুখ।
মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোখলেছুর রহমান, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য আলাউদ্দিন, শহীদ সাধন সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভিন, মুহিম চন্দ্র জুবলি গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হোসেন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, নাটোর টেক্সটাইল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পাবনা টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা ইন্সট্রাক্টর আলী আকবর রাজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সীমা,কৃষিবিদ জাফর সাদেক, আব্দুর রব মন্টু, আব্দুস সামাদ, মোমতাজ রোজ কলি, নাসরিন পারভীন, জোহরা আক্তার ইরা, মনোয়ারা পারভীন, সাঈদ উল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ইয়াকুব আলী, ছবুর হোসেন , তানভীর ইসলাম আয়ন প্রমুখ।