মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের গোমড়া এলাকায় নিজেকে জমির মালিক পরিচয় দিয়ে প্রতিবেশীর জমির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আবেদুর রহমান নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী পিয়ারা বেগম, আব্দুল মোতালেবসহ অন্যান্য লোকজন জানান- গোমড়া মৌজা স্থিত জেএলনং ১৭৪, সাবেক খতিয়ান নং-৭৫৭, হাল খতিয়ান নং- ২০১০, সাবেক দাগনং- ১৯৪৫, হাল দাগ নং- ২০৪২, দাগে মোট ৭৩ শতক ভূমি একই এলাকার মৃত কানাই মুড়া পুত্র সুবল মুড়ার কাছ থেকে বিগত ০৩/০৪/২০০০ইং সালে ক্রয় করে বাড়ী নির্মাণ করে স্ব-পরিবারে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। স্থানীয় একটি চক্রের মাধ্যমে আবেদুর রহমান কিছু দিন যাবৎ তাদের বাড়ীর জায়গা জবরদখল করার চেষ্টা করছেন। সর্বশেষ তিনি গত ২১ ডিসেম্বর বাড়ীতে লাগানো আকাশি, মেহগনিসহ মুল্যবান গাছ কেটে ফেলেন এবং অন্যান্য মালামাল ভাংচুর করেন। বাঁধা দেওয়ার চেষ্টা করলে তিনি ও তার সাথে থাকা লোকজন তাদের সাথে খারাপ আচরণ করেন। ভুক্তভোগী পিয়ারা বেগম আরো বলেন, একই ভাবে আবেদুর রহমান এর মালিকানাধীন বাগানের পাশে আমাদের একটি ঘর ভেঙ্গে ফেলার কারনে স্থানীয় সালিশ ব্যক্তিত্ব পৌর কাউন্সিলর মাসুদ আহমদ, আকিল মিয়া,আব্দুল বাছিত, মোঃ ছুরুক মিয়া, সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়া,স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তির মাধ্যমে সালিশে বৈঠকে ক্ষতিপূরণ বাবত ৬ লক্ষ টাকা আমাদেরকে প্রদান করেন।