সুপ্রিয় সঙ্গী আমার

যখন থেমে যাবে অজান্তেই জীবনে সমস্ত কোলাহল,
নিরাকার মনের আকুতি জানি নিমিষেই হবে স্তব্ধ,
না-হয় নিরালায় আসিও কাছে নিয়ে চোখে জল,
ক্ষিপ্রগতি হতেও পারে নিশ্চুপ প্রতি পদ শব্দ,
উন্মাদ হাতে পরানো খুলে নিবে পা’য়ের মল্,
সইতে পারবে তো? না-কি হবে বাকরুদ্ধ,
প্রাণবন্ত মনটা হয়না যেনো অস্তাচল,
না-কি করবে অন্তরের সাথে যুদ্ধ,
করনা নিস্তেজ সুঠাম দেহবল,
শান্ত থাকিও হইও না ক্ষুব্ধ,
সঙ্গে যাবার কোরনা ছল,
সর্বদা থাকিও শুদ্ধ।
সুপ্রিয় সঙ্গী আমার…

ফের দেখা হবে ওপারের সিঁড়িতে অন্তরে রাখি আশা
রেখনা বুকে চেপে যা দিয়েছি ব্যাথা মনের অজান্তে,
হয়তো-বা পুষিয়ে নেবো দিয়ে নিবিড় ভালোবাসা,
হাতে হাত রেখে সাথে সাথ হয়ে রহিবো অনন্তে,
সেদিনের অপেক্ষা তিলে তিলে করিও আশা,
মনে রাখবে তো সেদিন ইচ্ছে করে জান্তে,
জেনেছি যদিও সীমানাহীন দিলটা খাসা,
যদি থাকে দাবী পারবে তো মানতে ?
আশায় বাঁধা মন না হোক নিরাশা,
খুঁজতে যেওনা ও-ই দূর দিগন্তে,
মিটাইও মনে মনের পিয়াসা,
যা ইচ্ছে আসে মনন্তে ।
সুপ্রিয় সঙ্গী আমার…

২২/১২/২০২০