নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর (নেত্রকোনা):
নেত্রকোণার দুর্গাপুরে বিজয় দিবসের প্রথম প্রহরে একাত্তরের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভোরে পৌরশহরের শহীদ সন্তোষ পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সূচনা হয় দিনটির। এর পরপরই উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানমের নেতৃত্বে একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স,
দুর্গাপুর প্রেসক্লাব, শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক দলসহ সর্বস্তরের জনতা।
এদিকে সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় সংগীত সাথে সাথে জাতীয়
পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস
আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, সহকারী পুলিশ
সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নিলা, ওসি দুর্গাপুর থানা শাহ্ নুর এ
আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহবার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সহ প্রমুখ ।