: ‘কমলা রঙের বিশে¦ নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২০ পালনের ধারাবাহিকতায় গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের আয়োজনে বুধবার বিকেলে শহরের পৌর পার্ক রোডস্থ হোটেল রিজেন্সীতে যুবদের অংশগ্রহণে ‘নারীর প্রতি সহিংসতা ও ক্ষতিকারক সামাজিক প্রথার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও যুবদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়াতে নারী ও শিশুর প্রতি কোনরুপ সহিংসতা ঘটলে তা কঠোরভাবে পুলিশের পক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে যেখানে সর্বদা থাকবে জিরো টলারেন্স। যেকোন প্রয়োজন কিংবা তথ্য দিয়ে সহযোগিতার জন্যে সভায় উপস্থিত সকলকে তিনি জেলা পুলিশের পক্ষে আহ্বান জানান। সেই সাথে তিনি জাতীয় জরুরী সেবার টোল ফ্রি হটলাইন ৯৯৯ এর প্রয়োজনীয়তা এবং এর ব্যবহার সম্পর্কে সকলকে অবগত করেন। প্রকল্পের কেস ওয়ার্কার পুষ্পা খাতুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বিষয়ে আলোচনা করে স্বাগত বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোখলেছুর রহমান পিন্টু। সভায় এসময় উপস্থিত ছিলেন ইউএনএফপিএ বগুড়ার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর যথাক্রমে তামিমা নাসরিন এবং মাসুদা ইসলাম। সভা পরবর্তী ‘ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ বিভিন্ন তথ্য, ভিডিও ইত্যাদি যুব সমাজকে নির্যাতনকারী হিসেবে গড়ে তোলার পিছনে অন্যতম দায়ী’ বিষয়ে বগুড়া সদর ও নন্দীগ্রামের শিক্ষার্থীদের মাঝে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে বিজয়ী হন বিপক্ষ দলে থাকা বগুড়া সদর উপজেলার শিক্ষার্থীরা। পরিশেষে সোনাতলা, নন্দীগ্রাম ও বগুড়া সদর উপজেলা রিসোর্স সেন্টার ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া চিক্রাংকন, রচনা ও সর্বশেষ অনুষ্ঠিত হওয়া বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, নেদারল্যান্ডস্ অ্যাম্বসী’র অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র ‘আস্থা’ প্রকল্পের মাধ্যমে বগুড়া জেলার সোনাতলা, সদর ও নন্দীগ্রাম উপজেলার ২৩টি ইউনিয়নে নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ও প্রতিকারের লক্ষ্যে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।