বর্তমান সময়ে পাবনার যে সমস্ত গীতিকার প্রায়শই গান লিখে চলছেন তাদের মধ্যে অন্যতম ইকবাল কবীর রনজু। পেশায় তিনি একজন কলেজ শিক্ষক। করেন সাংবাদিকতাও। অবসর সময়ে ব্যস্ত থাকেন লেখা লেখি নিয়ে। বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়েও তিনটি গান লিখেছেন তিনি। এ গানগুলো পরিণত হতে পারে কালজয়ী গানে। এ গানগুলো ন্যাশনাল আর্কাইভস এ সংরক্ষণের জন্য পাঠিয়েছেন তিনি।
বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে তিনি লিখেছেন এমন মধুর কথা। মুজিব মানে বাংলাদেশ মুজিব মানে অপার অশেষ/ মুজিব মানে সূতোয় গাঁথা বঙ্গবন্ধু বাংলাদেশ/ মুজিব মানে স্বাধীনতা লাল সবুজের ভাটির দেশ/ মুজিব মানে বিশ^ বন্ধু গর্বিত এ সোনার দেশ ॥ এ কথাগুলো তার একটি গানের প্রথম চার চরণ। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তার অপর একটি গানের প্রথম চার চরণ এমন-তুমি এই মাটিতেই ঘুমিয়ে আছো কিংবদন্তী পিতা/ যে মাটির সঙ্গে তোমার ছিল নিবিড় সখ্যতা/ তুমি যাওগো দেখে বুকে আগলে রেখে/ মানুষ তোমায় করছে স্মরণ কাঁদে বঙ্গমাতা/ তুমি এই মাটিতেই ঘুমিয়ে আছো পিতা ॥ শেখ মুজিবুর রহমান যে বিশে^র একজন বিখ্যাত ব্যাক্তিত্ব তার প্রমান মেলে ইকবাল কবীর রনজুর লেখা গানের নি¤েœাক্ত চরণগুলোতে-তুমি গান্ধিজী ম্যান্ডেলা প্রতিচ্ছবি লেনিনের/ তুমি হক ভাসানী আর প্রেরণা ক্ষুদিরামের/ তুমি মুক্তির বাতিঘর কাটালে অন্ধকার বাংলা মায়ের/ তুমি হিন্দু মুসলিম বৌদ্ধ আর খৃষ্টের ॥ গানগুলো সুর করেছেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত শিল্পী বিএইচ সুসান।
প্রচলিত ধারায় লেখা শুরু করলেও তার লেখার ঝুলিতে যুক্ত হয়েছে ব্যতিক্রমি কিছু গান। এর জন্য প্রচুর অধ্যয়ন ও করতে হয়েছে তাকে। আধুনিক বাংলা গানে দু-একটি বাগধারা বা প্রবাদ প্রবচনের ব্যবহার পরিলক্ষিত হলেও ইকবাল কবীর রনজু তার লেখা কিছু গানে পনেরো থেকে আঠারোটি পর্যন্ত বাগধারা/প্রবাদ প্রবচনের ব্যবহার করেছেন। পুরো গানই যেন কতগুলো বাগধারা বা প্রবাদ প্রবচনের সমষ্টি। অন্তমিল, ছন্দমিলও রাখতে হয়েছে তাকে। এক একটি গানে পনেরো ষোলটি প্রবাদ প্রবচনের ব্যবহার করতে পারাটা সত্যিই অবাক ব্যাপার।
বাগধারা ব্যবহার করে লেখা তার একটি গানের প্রথম চার চরণ এমন-দুধে ভাতে আছো তুমি তোমার চাঁদের হাটে/ আমার এখন অকুল পাথার কষ্টে যে দিন কাটে/ তোমার চোখের মনি থেকে চোখের বালি হলাম/ অষ্টরম্ভা আমায় দিয়ে তুমি কাটাচ্ছ বেশ বটে ॥ বাগধারা ব্যবহার করে লেখা তার অপর একটি গানের প্রথম চার চরণ এমন-আমার কাছে তুমি ঈদের চাঁদ/ আট কপালে এই আমাকে দিলেনাতো মন/ অমৃতে অরুচী তোমার চাইছোনা মুখ তুলে/ একি আমার ললাটের লিখন ॥
প্রবাদ প্রবচন ব্যবহার করে লেখা ইকবাল কবীর রনজুর একটি গানের প্রথম চার চরণ-না বুঝে হাতের লক্ষী পায়ে ঠেলো না/ গোড়া কেটে আগায় তুমি পানি ঢেলো না/ গরিবের ঘোড়া রোগ ধরেছে বলে/ কাটা ঘায়ে নুনের ছিটা তুমি দিওনা ॥ প্রবাদ প্রবচন ব্যবহার করে লেখা তার অপর একটি গানের প্রথম চরণ গুলো-আমার মতো বোকার ফসল যদি পোকায় খায়/ আমি কি করে করবো পাশ অগ্নি পরীক্ষায়/ আমি নাকি সরকারে খাই মসজিদে ঘুমাই/ জ্বলছি আর জ্বলবো কতো রাবণের চিতায় ॥
এ গানগুলো ছাড়াও প্রেম,বিরহ,মানবিকতা, আধ্যাত্মিক, দেশাত্মবোধক, পল্লীগীতিসহ প্রায় চার শতাধিক গান লিখেছেন বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভূক্ত এই গুনী গীতিকার ইকবাল কবীর রনজু। পাবনার চাটমোহরের দোলং গ্রামে তার বসবাস। চাটমোহর উপজেলাধীন মির্জাপুর ডিগ্রী কলেজের দর্শন বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
গান গুলো প্রসঙ্গে ইকবাল কবীর রনজু জানান, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে তার জীবন দর্শন ও মানবতাবাদ সর্বস্তরের মানুষের কাছে পৌছাতে তাকে নিয়ে তিনটি গান লিখেছি। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, বাংলাদেশ টেলিভিশন ও গন্থাগার অধিদপ্তরের আরকাইভসে সংরক্ষণের জন্য গানগুলো পাঠানো হলেও এখনও কোথাও থেকে কোন সাড়া পাইনি। দেশ/বিদেশের নামি দামি শিল্পীদের সাথে যোগাযোগ ও নেই আমার। যারা গানগুলো শুনেছেন তারা সবাই বলছেন গানগুলো ভাল হয়েছে। এ গানগুলো ধারণ করে ও ভিডিও চিত্র ধারণ করে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হলে তা অমর, কালজয়ী গানেও পরিণত হতে পারে। এ গান শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনকে আরো বেশি বিস্তৃত করবে বলে আমি আশাবাদী।” পাশাপাশি তিনি আরো বলেন, “বাগধারা ও প্রবাদ প্রবচন বাংলা ভাষাকে সমৃদ্ধ করে। বাংলা গানে দু একটি বাগধারার ব্যবহার পরিলক্ষিত হলেও আমি এক একটি গানে পনেরো থেকে বিশটি বাগধারা/প্রবাদ প্রবচন ব্যবহার করেছি। আমার বিশ্বাস বাংলা গানের ইতিহাসে অন্য কোন গীতিকার এতো অধিক সংখ্যক বাগধারা/প্রবাদ প্রবচন ব্যবহার করেন নি তাদের গানে। সে ক্ষেত্রে আমার লেখা গানগুলো হতে পারে বাংলা সাহিত্যের অমূল্য নিদর্শন।”