ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

মঙ্গলবার রাত থেকে ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে পৌলি ব্রিজ পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বেশ কিছু সময়ের জন্য বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকার পর আবারো যানবাহন পারাপার শুরু হয়েছে।

এতে করে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কাটলেও যান চলাচল এখনো স্বাভাবিক হয়ে উঠেনি। এখনো থেমে থেমে চলছে সব প্রকার যানবাহন।

উপজেলার সল্লা এলাকায় আটকে থাকা সবজিবাহী ট্রাক চালক মো. সোনা মিয়া বলেন, সবজি নিয়ে ভোরে ঢাকা পৌঁছানোর কথা ছিল। কিন্তু পারছি না। এভাবে বেশি সময় থাকলে সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, রাত থেকেই প্রচন্ড কুয়াশা পরেছে। তাই এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা যানচলাচল স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি।