বাংলাদেশ পুলিশের নবাগত অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) এস.এম রুহুল আমিন কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন রিচি টেলিভিশনের চেয়ারম্যান মো: পারভেজ বেপারী। মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরে এই পুলিশ কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ পরবর্তী তাকে মুন্সিগঞ্জবাসীর পক্ষে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।
পুলিশ সদর দপ্তরে সফলভাবে ডিআইজি পদে দায়িত্ব পালন করে আসা রুহুল আমিন গোপালগঞ্জ জেলার একজন কৃতী সন্তান। পুলিশিং কার্যক্রমের পাশপাশি করোনাকালে তিনি নিরবে নিভৃতে তার অবস্থান থেকে অসহায়ের পাশে রয়েছেন বিভিন্ন সহযোগিতা নিয়ে যা এখনো চলমান। এদিকে
করোনকালীন সময়ে দীর্ঘ ৩ মাস যাবত মুন্সিগঞ্জের আপামর জনসাধারণের দ্বারে দ্বারে খাদ্য, স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা নিয়ে ছুটে চলা করোনাযোদ্ধা ঢাকা থেকে প্রকাশিত অপরাধ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার পারভেজ বেপারী এই পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যে মানবতার পথে চলে সৃষ্টিকর্তা তাকে অবশ্যই সম্মান দান করে যার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের গর্ব এস.এম রুহুল আমিন বর্তমানে এই বিভাগের অত্যন্ত সম্মানজনক ও গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন করোনাকালে এই পুলিশ কর্মকর্তা তার অবস্থান থেকে সর্বোচ্চ মানবিক সহযোগিতা প্রদান করে গেছেন এবং এখনো করে যাচ্ছেন। সৌজন্যে সাক্ষাতে নবাগত অতিরিক্ত আইজিপি এস.এম রুহুল আমিন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নেতৃত্বে জনবান্ধব, দক্ষ এবং স্বচ্ছ পুলিশিং সেবা নিশ্চিতে কাজ করার লক্ষ্যে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। খবর বিজ্ঞপ্তির