নাটোর সদর উপজেলায় ২৫ কেজি গাঁজা এবং একটি পিকআপসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার সকাল ৭টার দিকে নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাঁজা এবং একটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামের শাহাজাহান মিজি’র ছেলে রিয়াজুল ইসলাম সোহেল (২৩), বি-বাড়ীয়ার সরাইল উপজেলার পানিরশ্বর নতুন হাটির ডারু মিয়ার ছেলে মিরাজ মিয়া (২৭) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কানাইপাড়া গ্রামের মজির সরদারের ছেলে সুমন সরদার (৩০)।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোলাপাড়া ক্যা¤েপর একটি অপারেশন নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট
বসিয়ে অভিযান পরিচালনা করে। এসময় ২৫ কেজি গাঁজা এবং একটি পিকআপসহ রিয়াজুল ইসলাম সোহেল, মিরাজ মিয়া এবং সুমন সরদার নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদকদ্রব্যগুলো কিশোরগঞ্জ জেলার ভৈরব হইতে পিকআপ যোগে রাজশাহীর দিকে নিয়ে যাচ্ছিলো। পরে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।