বগুড়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে প্রচারণামূলক সমাবেশ

সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার: বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরণের প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস বগুড়ার আয়োজনে রবিবার আলোর পথ সিবিও অফিসের মাঠে স্বাস্থ্যবিধি মেনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস বগুড়ার উপ-পরিচালক মজিবর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের কর্মক্ষম করে তাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তার সুযোগ্য কণ্যা শেখ হাসিনার হাত ধরেই নির্মিত হচ্ছে যা ধরে রাখতে আমাদের শুধু ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাকি এবং জেলা তথ্য কর্মকর্তা সাবিয়া আক্তার লাকি। উল্লেখ্য, প্রচারণার প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ হচ্ছে যথাক্রমে আমার বাড়ি আমার খামাড় প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল কর্মসূচী, শিক্ষা সহায়ক কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।