লালপুরে কৃষককের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
নাটোরের লালপুরে রবি শষ্য ২০২০-২০২১ মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ করা হয়।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্পসরণ অধিদপ্তরের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তারের সভাপতিত্বে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ৪ হাজার ৯২০ জন কৃষককে পূনর্বাসন ও ২৫০০ জন কৃষককে প্রনোদনা দেয়ার অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বানু, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কাওছার, মাহমুদুল হক মুকুল, আলাল উদ্দীন আলাল, জেলা তাঁতীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা যুবলীগের সভাপতি ও বিলামাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমূখ।