সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন’শ শিশুকে চিকিৎসা, ওষুধ ও শিশুর মায়েদের ১০ প্রকার সবজির বীজ দিয়েছেন সিংড়া পৌরসভার মেয়র প্রার্থী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জু।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা আনোয়ারা পাইলট উচ্চ বিদ্যালয়ে মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান রঞ্জু’র সার্বিক তত্ত্বাবধানে তিন’শ শিশুকে চিকিৎসা দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. ইমদাদুল হক দুলাল। এসময় চিকিৎসা নিতে আসা শিশুর মায়েদের ১০ প্রকার সবজির বীজ দেয়া হয়।
এসময় পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম সামী, মাহমুদুর রহমান, ফয়সাল হোসেন, মাহফুজ আহমেদ মিঠু, শফিকুল ইসলাম, মো. তারেক, সাব্বির হোসেন, উপস্থিত ছিলেন।
মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, সিংড়া পৌরবাসীর জন্য এটা ক্ষুদ্র প্রয়াস। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিলে সিংড়া শহরকে দূর্নীতিমুক্ত ও শিক্ষাবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলবো। জনগণের সুখ-দুঃখে পাশে থাকবো।