গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আকতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবাগত কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯ হাজার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৪৮ হাজার ২৬০ কেজি বীজ, ৫৩ দশমিক ৫০ মেট্রিকটন ডিএপি সার ও ৪৪ দশমিক ৮ মে.টন এমওপি সার বিতরণ করা হয়। উল্লেখ্য, সরিষা, পেঁয়াজ, গম, ভুট্টা, টমেটো, মশুর, খেসারী, বোরো ধান, চিনাবাদাম, মরিচ, সূর্যমুখি ও গ্রীস্মকালীন মুগডাল আবাদের জন্য ওই বীজ সার বিতরণ করা হয়।