সাঁথিয়ার নন্দনপুরে ভূমিহীনদের ঘর প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নে ভূমিহীনদের ঘর প্রকল্পের উদ্বোদন সোমবার অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুদান ভূমিহীনদের গৃহদান প্রকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যডঃ শামসুল হক টুকু এমপি’র তত্বাবধায়নে উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়ায় ঘর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুঠানে মাটি কেটে উদ্বোধন করেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস,এম জামাল উদ্দিন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ফায়সাল রায়হান, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, নন্দনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ”লীগ সাধারন সম্পাদক রবিউল ইসলাম লিটন মোল্লা, বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধী মহল। কর্মকর্তারা বলেন, প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী সাঁথিয়া উপজেলায় ৩৭২ টি ঘর নির্মান করা হবে। যার প্রতিটি ঘরে এক লক্ষ একাত্তর হাজার টাকা করে খরচ হবে। প্রতিটি ঘরে একটি পরিবার বাস করবে। তাদের একটি ঘর ও দুই শতাংশ জমি দেয়া হবে।