নদী ও নারী

বাঁধ দিয়ে নদী বেঁধোনা কো ….
তারে আপন ধারায় ব‌ইতে দাও ;
যা ছিল তার,সে বিলিয়েছে সব ই
আর কিইবা বলো তার কাছে চাও ?

আজ দেখো তার শীর্ণ ধারায়
সময়ের পলি জমা বুকে
তরঙ্গ হীন শুধু পথ চলা ….
মোহনার পানে ধুঁকে ধুঁকে ।

অতীত স্মৃতির জমা খড়কুটো
ঢেউহীন বুকে ভাসছে তার
যা কিছু শুভ সে বিলিয়েছে সব ই
শুধু ভেঙেছে আপন বুকের পাড় ।।