লালমনিরহাট প্রতিনিধি।লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের শ্রতিধর সেবা সমিতি সুখান দীঘির শ্বশান ঘাটের কোন কাজেই করেনি শ্বশান ঘাটের কর্তৃপক্ষ। এনিয়ে হিন্দু সনাতন ধর্মের সমাজে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীর লোকজন জানান, গত ২০১৯ সালে শ্বশান ঘাট সংস্কারের জন্য লালমনিরহাট সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। যার প্রকল্প নম্বর ৩৭। বরাদ্দকৃত ৫০ হাজার টাকা ওই বছরের ১৮ জুন ২০১৯ ই তারিখে শ্বশান ঘাটের দায়িত্বশীলকে ছাড়পত্র দেয় প্রকল্প বাস্তবায়ন অফিস। উক্ত টাকা উত্তোলন করলেও অদ্যবধি আজও মেরামত হয়নি। শ্বশান ঘাটের আহবায়ক বিভুতি ভুষন বসুনিয়ার নিকট মেরামতের বিষয়ে সনাতন ধর্মাবলম্বীর লোকজন বারবার বলা হলেও আজকাল করে টালবাহানা করে চলছেন। ফলে সেখানে সনাতন ধর্মাবলম্বীর মাঝে মারমুখী অবস্থান নিয়েছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটার রুপ নিয়েছে। এব্যাপারে বিভুতি ভুষন বসুনিয়া মোবাইলে জানান আমি কোন টাকা আত্ন্যসাত করি নাই। পঞ্চগ্রাম ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, সেখানকার হিন্দু ধর্মাবলম্বী লোকজন পরিষদে এসে তাকে জানিয়েছেন। বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে। লালমনিরহাট সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান জানান গত ১৮/৬/২০১৯ ইং তারিখে বরাদ্দের ৫০ হাজার টাকা শ্বাশান ঘাট সংস্কারের জন্য এমপি মহোদয় দিলে তা বিভুতি ভুষন বসুনিয়ার নামে ছাড়পত্র দেয়া হয়েছে। কেন কাজ করলো না তার জানা নেই। অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।