রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তানভীর ইসলামঃ ‘সৃজনশীলতাই আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল রোববার সন্ধ্যা ছয়টায় পাবনা প্রেসক্লাব অডিটরিয়ামে রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত ।
শুরুতে রূপান্তর সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী বৃন্দের সমন্বয়ে একক কবিতা আবৃত্তি,শিশু শিল্পী দের সমন্বয়ে দলীয় ভাবে কবিতা আবৃত্তি ও রবীন্দ্রনাথের গ্রাম বাংলার উদ্দীপনা মূলক গান দিয়ে শুরু করে গ্রাম বাংলার আধুনিক গান গুলো পরিবেষণ করা হয়।
রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দেওয়ান মাযহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ আবুল কাশেম, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি ও দৈনিক সিনসা সম্পাদক এস.এম মাহাবুব আলম, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরী খান সৌমি এবং পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক এএইচএম রেজাউন জুয়েল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রূপান্তর সাংস্কৃতি গোষ্ঠীর উপদেষ্টা আসাদুল ইসলাম, রোটাঃ খন্দকার মবিদুর রহমান সেতু, জেলা কৃষক লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, শহিদ ডাঃ ফজলে রাব্বি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালফিয়াল ফাত্তাহ, রোটারী ক্লাব অব পাবনার প্রেসিডেন্ট এস এম আলাউদ্দীন পরাগ, গণশিল্পী সংস্থার সদস্য বিপ্লব ভৌমিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আশরাফ আলী, মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাবেক সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজল, পাঠশালার সভাপতি শিশির ইসলাম, ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী, দর্পণ সাং®কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক আলমগীর কবির হৃদয় প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল ,শেয়ার বিজ জেলা প্রতিনিধি তানভীর ইসলাম অয়ন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান শান্ত। বক্তারা আলোচনার মাঝে কোভিড উনিশের দ্বিতীয় প্রকোপ মোকাবেলার লক্ষ্যে স্বচেনতা মূলক বক্তব্য দেন।