মেজবাউল হাসান
★★★★★
নবান্নের উৎসবে মেতেছে আজ
বাতাসে নবান্নের ঘ্রাণ
হাসি খুশি কৃষক সমাজ
গোলায় তুলেছে ধান।
পাকা ধান ঘরে তুলে
কৃষাণ কৃষাণী অবসরে
পিঠা পুলির উৎসব চলে
কৃষকের ঘরে ঘরে।
পাকা ধানের মৌ মৌ গন্ধে
কৃষাণ বধু আনন্দে
ঢেঁকি ঘরে চাল কুটে
নেচে নেচে ছন্দে।
কৃষক চলে মেঠো পথে
যায় গায়ের হাটে
নলেন গুড় চিনির সন্দেশ
নিয়ে যায় বাড়িতে।
পিঠা পুলি শিরনী পায়েস
তৈরি করে ঘরে
সবার মাঝে বিলিয়ে দিয়ে
আনন্দে মন ভরে।
এমনি করে আদান প্রদান
চলে ঘরে ঘরে
কেহ কারো পর নয়
সবাই সবার তরে।