ভাঙ্গুড়ার ময়দানদিঘী বাজারে ভূমি অফিস নির্মাণের দাবিতে মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে ভূমি অফিসের আধুনিক ভবন ময়দানদিঘী বাজারে নির্মাণ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে ময়দানদিঘী বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের অন্তত ৩০ টি গ্রামের ৫ সহস্রাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ময়দানদিঘী বাজার সমিতির সভাপতি মোঃ জয়নুল আবেদীন মিলন‌, সাবেক মেম্বার আবু বকর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা হাজি বাহেছ উদ্দিন, ব্যবসায়ী আব্দুল বারী মৃধা, ব্যবসায়ী নুরুল ইসলাম ও প্রফেসর ডাঃ খালেদ। মানববন্ধনে বক্তারা বলেন, খানমরিচ ইউনিয়ন ভূমি অফিস দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ ভবনে রয়েছে। বর্তমান সরকার ইউনিয়ন পরিষদের জন্য আলাদা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়। এতে ইউনিয়নে ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য জায়গা সন্ধান করা হয়। কিন্তু জায়গার বিষয় সাময়িক সমস্যার কারণে ইউনিয়ন পরিষদের আধুনিক ভবনটি ময়দানদিঘী বাজারে নির্মাণ না করে চন্ডিপুর বাজারে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। সম্প্রতি ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। কিন্তু এখন এলাকাবাসী পুনরায় ময়দানদিঘী বাজারে এই ভূমি অফিস নির্মাণের জন্য আবেদন জানাচ্ছেন। কেননা ময়দানদিঘী বাজারে এই ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ না হলে ইউনিয়নের ৭৫ ভাগ মানুষ সুবিধা বঞ্চিত হবে। তাই এলাকাবাসী নিজেদের টাকায় উপযুক্ত জমি কিনে ভূমি অফিসের জন্য জায়গা বিনামূল্যে দিবেন। এছাড়া ভূমি অফিস নির্মাণ করতে সার্বিক সহযোগিতা করবেন এলাকার মানুষ। এরপরও চন্ডিপুর বাজার থেকে সরিয়ে পুনরায় ময়দানদিঘী বাজারে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ না করা হলে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেবেন বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধনে ইউনিয়নের ময়দানদিঘী, বড়পুকুরিয়া, রমানাথপুর, দুধ বাড়িয়া, হেলেঞ্চা দোহারী গ্রাম, সাতবাড়িয়া, কয়রা, পুকুরপাড় , জয়রামপুর, পরমানন্দপুর, রামনগর, মুণ্ডমালা, গোবিন্দপুর গোপালপুর, কটবাড়িয়া সহ অন্তত ৩০ টি গ্রামের মানুষ অংশ নেয়।