শেরপুরের ঝিনাইগাতীতে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালতের অভিযান


মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :“আসুন সকলেই মাস্ক পরিধান করি, স্বাস্থ্য বিধি মেনে চলি, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২৫নভেম্বর বুধবার মাস্ক পরিধান না করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের নির্দেশে উপজেলা ভুমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বিনামূল্য মাস্ক বিতরণ করা হয় এবং করোনার ২য় ওয়েভ সম্পর্কে সকলকে সচেতন করা হয়। সেই সাথে পরবর্তীতে মাস্ক ছাড়া অফিস, আদালত বা হাট বাজারে প্রবেশ না করতে পরামর্শ প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন, ঝিনাইগাতী থানা পুলিশের অফিসার ও সদস্যগণ।