স্টাফ রিপোর্টার
পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্তের বিরোধেরে জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আজিজুল হক (৫০) নামের একজনকে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদুল ইসলামকে (৪৫) পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকী ৮জনকে গুরুত্বর অবস্থায় আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার উপজেলার হাসাইখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের হাসাইখালি গ্রামে ঘটনার দিন সকালে হাসাইখালি মাঠে প্রায় ২১ বিঘা জমিতে চাষাবাদ ও দখলকে কেন্দ্র করে নুরুল ইসলাম (কালো নুরু) ও রিপন হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে গেলে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরিস্থিতি শান্ত করে।
আহতদের মধ্যে বসির (৩২), মোছা: ইনসান (৪০), আমজাদ (৪০), ফরিদ (৫০), বাবলু (৪৫), আইজা (৫০), আবু বক্কর (৪৫), আশরাফ আলী (৫২) ও রহমান মাষ্টার (৫২) কে গুরুত্বর অবস্থায় আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে আটঘরিয়া থানার এসআই শফিউল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।