এনামুল হক টগর
দক্ষিণ হাওয়ায় দুলছে তোমার কালো চুল ওই গ্রাম নদী ও ফুলের বাগান।
আমার অন্তর নগরে বইছে সেই পুরাতন স্মৃতির জীবন্ত ভোর ও পাখির গান ।
তোমার রূপের উপমা পৃথিবীর বৈচিত্র্যকে অকর্ষণ করে মৃত্তিকার বুকে স্বচ্ছ দীঘির জল।
আমার বিদগ্ধ হিয়া সর্বক্ষণ তোমাকেই খোঁজে দিওয়ানা প্রেমে আকাশ নীল।
মজেছি তোমার প্রেমে রূপ নয়ন ও যৌবন বাসনার দীপ্ত স্বপ্নে
এই পাষাণ বুকে তুমি বৃথাই কামনার ঝড় তোল দীর্ঘ চেতনার জীবন,
দেহের স্তরে স্তরে বিস্তার করো সংসার সংস্কার দক্ষ নিপুণ।
মাধুর্যের শুভাবর্ধনে তোমার রূপের আগুনে আমি জ্বলি ও পুড়ি,
তুমিতো কখনো হৃদয়বান কখনো নিষ্ঠুরই রয়ে যাও জের টেনে টেনে ক্ষত অঙ্গার!
এই জীবনে শুধু দুঃখ কষ্ট আর না পাওয়ার বিরহ ব্যথা
কতো দূর্ভোগ কতো যাতনার বিচ্ছেদ বেদনা ভরা দিন গাঁথা।
তুমিতো বুঝো না প্রিয়তম আমার শরীরে কতো যন্ত্রণা
তোমার জন্য কতো প্রেম কতো ভালোবাসা কাঁদে বেদনা।
আমার প্রশ্ন গুলো তোমার জন্য অপেক্ষা করে একা একা
সুমধুর মিলন চৈতন্যের জীবন্ত আকাঙ্ক্ষা ও বাসনার চৈতন্যে অবাক।
অন্তরে তোমার জন্য প্রতিদিন নির্মাণ করি কতো নব নব পুষ্প উদ্যান!
মহা-মূল্যবান হিরা মণিমুক্তা আর ঈশ্বরকণার জ্যোতির্ময় ধন রত্নের খনি!
এই জীবনের গভীরে যত সুখ শান্তি আনন্দ আর ব্যথা
সব তোমাকে নিয়ে প্রিয়তম এই গভীর ভালোবাসা হেথা,
অথচ তোমার হাস্যোজ্জ্বল যৌবন যেন কখনো নির্জন পথিক বিরহ অবেলায় নিপুণ!
শুধু একা একা দূরে থাকো ওই বহুদূর ঠিকানায় অজানা।
আমাকে শুধু শুধু তোমার ছলনা আর মরিচিকার ফাঁদে ফেলো না,
আমিতো বিভোর হয়ে মজে আছি শুধু তোমার প্রেমে প্রিয়তম হৃদয়ে আমার স্মরণ।