সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় দিনে দুপুরে ফিল্মী কায়দায় কৃষকের লক্ষাধীক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গত মঙ্গলবার উপজেলার আফড়া গ্রামে।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, থানার নদীসুখা গ্রামের নেকবার আলীর ছেলে মইনুল ইসলাম (৫০) মঙ্গলবার গরু কেনার জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা নিয়ে করমজা চতুরহাটে যাচ্ছিলেন। মইনুল আফড়া গ্রামে পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা আফড়া গ্রামের ফজর আলীর ছেলে আরিফ, ময়নুল, সাত্তারের ছেলে আলামিন, আলহাজ, শরীফ, মারুফ, আমানতের ছেলে আঃ আলীম, রেজাইরা মইনুলের রিক্সাভ্যান রোধ করে রড দিয়ে পিটিয়ে আহত করে তার কাছে থাকা একলক্ষ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। মইনুল জানান ছিনতাইকারীরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে হত্যাসহ বিভিন্ন হুমকি দিয়ে যায়। এ বিষয়ে মইনুলের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাত আসামী করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন। নজরুল ইসলাম আরো জানান উক্ত আসামীদের ভয়ে তারা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।