বীরগঞ্জে আদিবাসী পল্লীতে ভয়, আতংক ভূমিদস্যুদের তান্ডবে নির্যাতিত আদিবাসী বাবুল মূরমুর পরিবার দিশেহারা

বীরগঞ্জে আদিবাসী পল্লীতে ভয়, আতংক ভূমিদস্যুদের তান্ডবে নির্যাতিত আদিবাসী বাবুল মূরমুর পরিবার দিশেহারা ॥ আতংকিত ও নিরাপত্তাহীনতায় রাত্রি যাপন করছে তারা শান্তিপূর্ণ ভাবে বসবাস ও বাঁচতে চায়।

উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে মরিচা ইউনিয়ন খামার খড়িকাদাম গ্রামে বসবাসরত আদিবাসীদের বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালীদের ভূমিদস্যুতা ও নির্যাতনের অভিযোগ।

খামার খড়িকাদাম গ্রামের আদিবাসী পল্লীতে ভয়, আতংক আর নানান নির্যাতনের শিকার মৃতঃ রাম টইল মূরমুর ছেলে বাবুল মূরমু (৩৫), মৃতঃ গনেশ মূরমুর ছেলে শিবু রাম মূরমু (৫০), মৃতঃ রুপাই মূরমুর ছেলে রবিন মূরমু (৪৫) এক অভিযোগে জানান, মরিচা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জহুর আলী (৫৫), খামার খড়িকাদাম গ্রামের এজার উদ্দিনের ছেলে একেএম আজাদ কালাম ও আব্দুস সামাদ সহ স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু দেউনিয়া প্রকৃতির সন্ত্রাসী চক্রের সাথে জমি জমা নিয়ে আদিবাসী এই পরিবার গুলোর দীর্ঘদিনের বিরোধ।

পৈত্রিক সুত্রে প্রাপ্ত, ক্রয়কৃত ও রেকর্ডিও সম্পত্তির প্রকৃত মালিক আদিবাসীদের সাত খামার মৌজার জেএল নং-১১৭ এর অর্তভূক্ত ০৪ একর জমি নিয়ে বিরোধের জের ধরে ভূমিদস্যু জহুর আলী মুন্সি এলাকায় কিছু সন্ত্রাসী প্রকৃতির ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল জোর পূর্বক স্থানীয় আদিবাসীদের সম্পতির জাল-জালিয়াত দলিল তৈরি করে অন্যের নিকট বিক্রয়ের নামে টাকা নিয়ে আদিবাসী পারিবার গুলোর সাথে প্রতারনাসগ তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে।

সন্ত্রাসী চক্রের হোতা ও ভূমিদস্যু জহুর আলী মুন্সী সহ সংঘবদ্ধ চত্রুটির দৌরাত্মে বিভিন্ন সময়ে আদিবাসী এই পরিবারের ভোগদখল কৃত সম্পত্তি দখলের পায়তারায় লিপ্ত হয়ে নিরিহ অসহায় আদিবাসী বাবুল মুরমু ও অন্য আদিবাসীদের মিথ্যা মামলায় ফাসানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে বাবুল মুরমু জানান, উল্লেখিত সন্ত্রাসী মামলাবাজ চত্রুটি নানান কৌশলে ও বিভিন্ন ভাবে আদিবাসীদের জমি দখল করে

তাদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি ২৯৯পি/১০, ২৪৭সি/১৩, ২৪৪সি/১৩, ২৯৬সি/১১, ২২২/৮ নং জিআর মামলা আনয়ন সহ ২৫/৩০টি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ফাসিয়ে তাদের সর্বশান্ত ও নিঃস্ব করে দিয়েছে। ভূয়া দলিল সৃস্টিকারী চত্রুটিকে বিবাদি করে বাবুল মূরমু দিনাজপুর মাননীয় জেলা জজ আদালতে মামলা আনয়ন করেছে যার নং ৭২/১০ অন্য।

গত ৯ নভেম্বর সন্ধ্যা রাতে আদিবাসী পল্লী এলাকায় গিয়ে জহুর আলী নিজেই তার একটি পুরাতন জরাজীর্ন মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে ও আহত হওয়ার নাটক সাজিয়ে আদিবাসী এই পরিবারটিকে আরোও একটি মিথ্যা মামলায় ফাসানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জহুরের আলীর সন্ত্রাসীদের নির্যাতন, প্রাণনাশের হুমকি-ধামকিতে চরম ভাবে আতংকিত ও নিরাপত্তাহীনতায় ভোগা আদিবাসী বাবুলের পরিবার দিশেহারা হয়ে ভূমিদস্যু সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে ও শান্তিপূর্ণ ভাবে বসবাস করার জন্য দিনাজপুর জেলা প্রশাসক সহ ঊধ্বর্তন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগিরা।