চাটমোহর (পাবনা) সংবাদদাতা
২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও প্রনোদনা পাচ্ছেন চাটমোহরের ৫ হাজার ৫০ জন কৃষক।
১৪ নভেম্বর শনিবার উপজেলার হরিপুর, গুনাইগাছা, মুলগ্রাম, হান্ডিয়াল ও বিলচলন এ পাঁচ ইউনিয়নের কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। বাঁকি ৬ টি ইউনিয়ন ও পৌরসভার কৃষকদের মাঝে সোমবার কৃষি উপকরণ বিতরণ করা হবে। এর আগে গত বুধবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে ৫ হাজার ৫০ জন কৃষক
পুনর্বাসন ও প্রণোদনার গম,সরিষা, বোরো, ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, সূর্যমুখী, মসুর, খেশারী, টমেটো, পেঁয়াজ এবং মরিচ আবাদের কৃষি উপকরণ পাবেন। চাটমোহর উপজেলা কৃষি অফিসার এ.এ মাসুম বিল্লাহ জানান, কৃষি পুনর্বাসন ও প্রণোদনার উপকরণ
পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা উপকৃত হবেন। পর্যায় ক্রমে কৃষকের মাঝে উপরোক্ত সকল কৃষি উপকরণ বিতরণ করা হবে।