ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা :
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের রাজশাহী অঞ্চলের মৌলিক প্রশিক্ষণের সমাপনি ও সনদ বিতরণ ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ উপলে হলদে পাখি সম্প্রসারণ ২০২০ কার্যক্রমের আওতায় ঈশ্বরদীতে প্রাথমিকের নারী শিক্ষকদের বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার এসোসিয়েশনের জেলা কমিশনার আদু বালা শীল, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের স্থানীয় কমিশনার খালেদা আক্তার। বক্তব্য রাখেন প্রশিক্ষক দিলারা বেগম ও প্রশিক্ষণার্থী সানজিদা খাতুন। সঞ্চালনা করেন একাডেমীক সুপার ভাইজার আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে ৪৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।