আল্লাহর স্তূতিমধুর নামের গভীরেই মুহাম্মদ (সাঃ)


এনামুল হক টগর

আল্লাহর গুপ্তজ্ঞান জগতে,বিরাজমান আহাদ সত্তা থেকেই নবীসত্তা আহমদ!
মহাবিশ্বজগত সৃষ্টির পূর্বেই তিনি ছিলেন নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ)!
মুহাম্মদই আদি মুহাম্মদই সনাতন মুহাম্মদই সর্বকালের নব নব আধুনিক,
মুহাম্মদ(সাঃ)ই আগামী নতুন ফুলের রংয়ের চেয়েও নিপুণ সৌন্দর্যে নির্বাক!
মুহাম্মদ (সাঃ)এর সত্তা থেকেই সত্তাবান মহাবিশ্বজগতের সমুদয় সত্তা!
শাজারাতুল বৃক্ষের প্রশন্ন ছায়ায় নিচে তিনি মুহাম্মদ (সাঃ)ই গুপ্তজ্ঞানে মহাত্মা !
হাজার হাজার বৎসর ধরে নবীর প্রিয় বন্ধু মহান আল্লাহর পবিত্র নাম,
স্তূতিমধুর সুরে সুরে ও দিওয়ানা মধুর প্রেমে অমৃত সুনাম
কখনো হেরার গুহায় ধ্যান ও তপস্যায় বিদগ্ধ তুমি বিভোর!
তোমার আপন সত্তার গভীরেই তোমার মহান রবের
জ্যোতির্ময় সত্তা নূরে দর্শন দাও একক সিরাজুম মনিরার প্রেমে বিগলিত আলো!
যেন তোমার দেহের গভীরেই ঐশ্বরিক ও অলৌকিক চেতনার নতুন সকাল!
জ্যোতির্ময় একবিন্দু পবিত্র ঘাম মক্কার মাটিতে পতিত হলো!
ঠিক সেখানেই নির্মাণ হলো আল্লাহ আরাধনার প্রথম কাবাঘর সরল।
তাঁরপর রোজে মিসাক তথা প্রতিশ্রুতি দিবস,
আর সমুদয় মানবাত্মার বিকাশ প্রকাশ ও সমাবেশ ঘটলো অশেষ!
তাঁর গভীরেই সর্বসৃষ্টির আত্মপ্রকাশ করলো জ্যোতির্ময় মুহাম্মদ (সাঃ)এর মহানূর!
আল্লাহর আহাদ রূপ থেকেই জ্যোতির্ময় আহমদ রূপের আকার!
মুহাম্মাদ (সাঃ) এর জ্যোতির্ময় রূপই শরিয়ত তরিকত হাকিকত ও আধ্যাত্মিক সত্তার স্বরূপ।
মুহাম্মদ (সাঃ)এর রূপই জাহের ও বাতেন সত্তায় দ্বীন মারফত অরুপ!
নূরে মুহাম্মদই সর্বসৃষ্টিতে বিরাজমান ভিত দ্বীন ও স্তম্ভ নীতি!
মুহাম্মদ (সাঃ)ই স্রষ্টা আর সৃষ্টির মাধ্যম গুপ্তরহস্যভেদ মহাজ্যোতি!
১১/১১/২০২০
মুহাম্মদ প্রকাশেও নবী আবার তিনি গোপনেও নবী।
তিনিই রাসুল তিনিই বিশ্বনবী তিনিই সিরাজুম মনিরার নূরনবী!
আযানে আল্লাহর নামের সাথে মুহাম্মদ (সাঃ)এর নামই ধ্বনিত হয় সুমধুর!
কবরে লাশ নামানোর সময় আল্লাহর নামের সাথে নূর
মিল্লাতি রাসুলিল্লাহ দ্বীনের উপরই লাশ রাখা হয় সত্য সুন্দর!
মুহাম্মদই সরকারে দোআলম মুহাম্মদই রহমাতুল্লিল আলামীন,
সকল রহমতই নবীর উপর পবিত্র কুরআনে মহান আল্লাহর ঘোষণা!
একমাত্র রাসুলই সমগ্র সৃষ্টি ও বিশ্ব-মানবতার দ্রুত
তিনি ইমামে কেবলা তাইনে,তিনিই সরওয়ারে কায়েনাত
তিনিই বাদশার বাদশা মুফাক্ষারে মৌজুদাত।
তিনিই বিশ্বজাহানের মহামানব সকল নবীদের ইমাম।
সর্বচেতনার সমষ্টি সত্তায় তিনিই মহান ও পরিশোধিত সুনাম!
তিনিই মহাপরমাত্মার রহস্যময় দুর্বোধ্য দুর্ভেদ্য ও দূর্গম দ্যুতি!
আবার নবীই সামাজিক ও শরীয়া মহাবিশ্বের মহা-রাষ্ট্রপ্রতি!
মুহাম্মদই শরিয়ত তরিকত হাকিকত ও মারফতের গুপ্তজ্ঞান!
এক কম্বলধারী মহাসাম্যের ও কমল হৃদয়ে ফকিরি জীবন মহান।