সমন্বিত ভর্তি পরীক্ষা নিচ্ছে না ইবি


ইবি প্রতিনিধি- সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবে না ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এ বছর পূর্বের প্রচলিত পরীক্ষার নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির ১ম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় এবারের ভর্তি পরীক্ষা নিয়ে বিভাগসমূহের মতামত উপস্থাপন করা হয়। সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এবছর পূর্বের প্রচলিত নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সভা করে এ ব্যাপারে চূড়ান্ত এবং পরীক্ষা গ্রহণের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। ৩৩ বিভাগের মধ্যে শুধু বাংলা বিভাগ ব্যাতীত অন্য সকল বিভাগ পক্ষে মতামত দেয়।
এসময় ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি ও প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।