বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালতে চার ওষুধ বিক্রেতাকে জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া ও দোকানে কোম্পানীর দেয়া স্যাম্পল (নমুনা) ওষুধ থাকায় চার ফার্মেসী মালিককে মোট ১৫
হাজার একশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাইমেনা শারমিন এ ভ্রাম্যমান
আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রোববার উপজেলার আহম্মেদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সের কারণে এ আর মেডিসিন কর্ণারের মালিক রাজিবুল হাসান রনিকে চার হাজার একশ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে কোম্পানীর দেয়া স্যাম্পল পাওয়ায় একই বাজারের বেলি মেডিসিন কর্ণারের মালিক সজিব আহমেদকে চার হাজার, আরাফাত ফার্মেসীর মালিক লিটন আহম্মেদকে পাঁচ হাজার ও তানভীন মেডিসিন কর্ণারের মালিক ইয়াসির আরাফাত সিদ্দিক বকুলকে দুই হাজার টাকা নগদ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।