চুলের যত্ন নিতে যারা একটু অলস, তেমন কিছুই চুলে ব্যবহার করতে চান না, আবার ঘন-মজবুত- লম্বা-ঝলমলে-সুন্দর চুলও চান, তারা সারাবছর মেথির ওপর ছেড়ে দিতে পারেন চুলের পুরো দায়িত্ব। কারণ মেথিতে রয়েছে আয়রন, প্রোটিন, পটাশিয়াম ও ভিটামিনসহ আরও নানা উপাদান যা চুলের বৃদ্ধিতে অনন্য।
সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করুন মেথির
হেয়ার প্যাক। চুলের বৃদ্ধি তো হবেই, পাশাপাশি বন্ধ হবে চুল পড়া। জেনে নিন
চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন মেথি সে সম্পর্কে-
> তিন চা চামচ মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো নারকেল
তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার
করে ধুয়ে ফেলুন চুল।
> আধা কাপ নারকেল তেলে চার টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন মেথি মুখবন্ধ বোতলে রেখে দিন। গোসলের ১ ঘণ্টা আগে ব্যবহার করুন এই তেল।
> মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন। দুই টেবিল চামচ মেথি বাটার সঙ্গে এক টেবিল চামচ নারকেলের দুধ মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন।
> মেথি গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো আপেল সিডার ভিনেগার মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার চুলের গোড়ায় লাগান মিশ্রণটি। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
> মেথি ৮ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। একটি ডিমের সাদা অংশ ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।