গাইবান্ধায় কিন্ডারগার্টেন স্কুল খোলার দাবিতে মানববন্ধন


আগামী ১ নভেম্বর-২০২০ তারিখ হতে কিন্ডারগার্টেন স্কুলে গুলো খুলে দেওয়া ও ভালো মানুষ গড়ার কারিগরি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের দুঃখ দুর্দশা লাঘবের লক্ষে প্রতি মাসে নিয়মিত মাসিক সম্মানি ভাতা প্রদান এবং কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উন্নয়নের সার্বিক সহযোগিতা প্রদানের  দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সোয়া ১০ টা থেকে সোয়া ১১ টা পর্যন্ত গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ডাকে প্রায় সহস্রাধিক কিন্ডারগার্টেন শিক্ষক গাইবান্ধা শহরের ডিবি রোডে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ আবেদ আলী সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান চাকলাদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, সহ- সাধারণ সম্পাদক আবু রুহেল মোঃ শফিউর রহমান, গাইবান্ধা সদর উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মোঃ নাহিদ হোসেন খান (শাহীন), ফুলছড়ি উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান, সুন্দরগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ সভাপতি মোঃ বাদল মিয়া, সাধারণ সম্পাদক অমিনেশ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক রাসেল খন্দকার প্রমূখ। স্বারকলিপি ও মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ মার্চ হতে করোনা ভাইরাস জনিত কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান অদ্যাবধি বন্ধ থাকায় শিক্ষার্থীরা দিন দিন বিভিন্ন অপর্কমে তথা-মদ, জুয়া, মাদকাসক্ত, বাল্যবিবাহ, মোবাইল আসক্তি, ধর্ষণ ইত্যাদির সাথে জড়িয়ে পড়েছে এবং দিন দিন মানসিক ভারসাম্য  হারাচ্ছে। সেই সাথে দেশের ৭০% মেধাবি ছাত্র/ছাত্রী গড়ে তোলার কৃতিত্বের দাবিদার একমাত্র কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক/শিক্ষাথীগণের নিরলস প্রচেষ্টাকে ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ জানানো হয়। বক্তারা আরও বলেন, দীর্ঘ আট মাস যাবৎ গাইবান্ধা জেলার ৭৫০টি কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ১১ হাজার  শিক্ষক/শিক্ষিকাসহ সমগ্র বাংলাদেশের ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ৯ লাখ শিক্ষক/শিক্ষিকা বেতন অভাবে পরিবার-পরিজন নিয়ে অর্ধাহার-অনাহারে মানবেতর জীবন-যাপন করছে। এছাড়া কিন্ডারগার্টেন শিক্ষক/ শিক্ষিকাদের করোনাকালিন কোনো প্রকার আর্থিক প্রণোদনা বা সাহায্য প্রদান করা হয় নাই। এমতাবস্থায় মানসম্মত লেখাপড়া থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষার্থীদের তথা শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য বাঙ্গালি জাতির অহংকার ও গর্বের চিরবরণীয় ও চিরস্বরণীয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য বিশ্ব নন্দিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বাস্থ্যবিধি মেনে কিন্ডারগার্টেন স্কুলগুলো আগামী ০১ নভেম্বর-২০ তারিখ হইতে খুলে দিয়ে শিক্ষার অস্থিত্ব রক্ষার জন্য আহ্বান জানান মানববন্ধনে অংশ নেয়া কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকরা।