নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদী থেকে অবৈধভাবে স্থাপন করা দুইটি সুঁতিজাল উদ্ধার করেছেন গুরুদাসপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে নাটোর পুলিশ সুপারের নির্দেশে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রাজ্জাকের নেতৃত্বে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের আত্রাই নদী ও আত্রাই শাখা নদীর মধ্যে অবৈধ ভাবে স্থাপন করা ৫টি সুঁতিজাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আত্রাই শাখা নদীর হরদমা এলাকা থেকে ২ টি সুঁতিজাল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইন্সেপেক্টর তদন্ত মোঃ মনোয়ার হোসেন, এস আই শহিদুল ইসলাম, এ এস আই আসাদসহ পুলিশ সদস্যরা।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রাজ্জাক জানান, নাটোর পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের একটি টিম নিয়ে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে দুইটি সুঁতিজাল উদ্ধার করা হয়েছে। এবং অবৈধভাবে সুঁতিজাল পরিচালনাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। নদীর নাব্যতা ও আইনসৃঙ্খলা রক্ষার্থে থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।