সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় সুবিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ পূনর্মিলনী নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বৃন্দাবনপাড়া রাইজিং ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি।
সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি জেলা আ’লীগ নেতা আব্দুল্লাহ আল রাজী জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ খান রনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গণ জগত আজ সমৃদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী সমভাবে ক্রীড়াঙ্গণের বিকাশে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সেই সাথে ফুটবল অঙ্গণে অতীতের সুনাম ফিরিয়ে আনতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়ের সাথে বগুড়ায় করোনা কালে সকল বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে টুর্নাামেন্ট অনুষ্টিত হচ্ছে। এতে করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক আত্মার বন্ধন তৈরি হচ্ছে। এই বন্ধন আগামী দিনে বিদ্যালয়ের উন্নয়নে অনেক বড় ভুমিকা পালন করবে মর্মে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহা: ইদ্রিস আলী, আবুল খায়ের, বৃন্দাবনপাড়া কেন্দ্রীয় গোরস্থান মসজিদের মোত্তয়ালী নওশাদ উর রহমান নিশান। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দার, আব্দুল্লাহ আল শাফী সুজন, ছাত্রনেতা তাজমিলুর রহমান তমাল, শরিফুল ইসলাম রাজু, আনিকা তাবাসুম অনন্যা, সজল কুমার ঘোষ, প্রাক্তন শিক্ষক মোখলেছার রহমান, ছাত্রনেতা সুলতান আহমেদ সুমন, নুর আলম, আসিফ শেখ সহ আরও অনেকে।