পাবনার চাটমোহর-ছাইকোলা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রোডস এন্ড হাইওয়ের অধীনস্ত এ রাস্তার অধিকাংশই নষ্ট হয়ে যাওয়ায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছিল যানবাহন। কিছু দিন পূর্বে রাস্তাটির বাইপাস মোড় থেকে থানা বাজার হয়ে দোলং পর্যন্ত সংস্কার কাজ শুরু হয়।
রাস্তাটির বাসষ্ট্যান্ড এলাকায় একটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পূর্বে একটি কালভার্ট নির্মাণ শুরু হয়। কয়েক দিন পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পূর্বের কালভার্টটি ঢালাই করা হয়। ভাল পার্শ্ব রাস্তা নির্মাণ না করেই সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটির পশ্চিমাংশ কেটে ফেলায় তখন থেকে এ স্থানে ঝুঁকি নিয়ে যানবাহন চলতে থাকে। পশ্চিমাংশ ঢালাইয়ের তিন-চার দিন পরই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কাঁচা ঢালাইয়ের উপর দিয়েই চলতে থাকে ভারী যানবাহন। রাস্তার পূর্বাংশ কাটার পর ঝুঁকি আরো বেড়ে যায়। প্রায়শই ঘটতে থাকে ছোট খাট দূর্ঘটনা। পূর্বাংশের ঢালাই কাজ শেষ হলেও মিকচার মেশিন কয়েক দিন যাবত রাস্তায় ফেলে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। যানবাহন চলাচলের জন্য পশ্চিমাংশের কালভার্টের উপর তিনটি লোহার পাত স্থাপন করলেও তা নড়বরে হওয়ায় একটি পাত সড়ে পূর্ব দিকে চলে যাওয়ায় এবং এ স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পরে। রবিবার দীর্ঘ যান জট ও সৃষ্টি হয় এখানে। প্রতিদিন এ রাস্তায় হাজার হাজার যানবাহন চলাচল করে। যে কোন সময় এ স্থানে ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। এলাকাবাসী এ স্থানটিতে অতিসত্ত¡র নিরাপদ পার্শ্বরাস্তা নির্মাণের দাবী জানিয়েছেন। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, আমি রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলব।