দুর্গাপুর পৌরসভার ২৪ টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা দিলেন সমাজসেবক আলা উদ্দিন আলাল

দুর্গাপুর পৌরসদরে ২৪টি পূজা ম-প ঘুরে আর্থিক সহায়তা দিলেন মেয়র প্রার্থী আলাউদ্দিন আলালকলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর পৌরসদরে তার নির্বাচনী এলাকার সবক’টি বিভিন্ন পুজা ম-প ঘুরে দেখলেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে প্রতিটি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে দশ হাজার টাকা আর্থিক অনুদান দেন আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী আলা উদ্দিন আলাল। আজ রোববার সকাল ১০টার দিকে কালীবাড়ি পূজা ম-প পরিদর্শন শেষে এ আর্থিক অনুদান তুলে দেয়া হয়। পৌরসদরের কালীবাড়ি, দশভূজা মন্দির,উকলপাড়া পূজা ম-প, দেশওয়ালীপাড়া পূজা ম-প,শিববাড়ি মন্দির, মোক্তারপাড়া পূজা ম-প, আলোক পূজা ম-প,উতরাইল পূজা মন্ডপ,দক্ষিণপাড়া দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেন। সেখানে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে পৌরসদরে ২৩টি ও পৌরসভা সংলগ্ন তেলুঞ্জিয়া দূর্গামন্দির সহ চব্বিশটি পূজা ম-পে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন।এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির নয়ন, উপজেলা তাঁতীলীগের সভাপতি আবুল কাশেম, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ভেন্ডার এস এম আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান নাজমুল শাহাদাৎ বাবুল, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সাদেক মিয়া,উজ্জল মিয়া, পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।