দিনাজপুরে সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর সভাপতি ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা সদর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর স্টেশন রোডস্থ কার্যালয়ে গত শনিবার বিকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর সভাপতি ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী’র মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর দিনাজপুর জেলা প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জি এম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এর দিনাজপুর জেলা সাধারণ স¤পাদক আতিউর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সাধারণ স¤পাদক কোরবান আলী সোহেল, সাংগঠনিক স¤পাদক খুরশিদ আলম আকাশ, কোষাধ্যক্ষ বেলাল হোসেন রাজু, অন্যতম সদস্য খাজানুর হায়দার লিমন, আবু কাওছারসহ অন্যরা।
শীর্ষ সাংবাদিক সংগঠনের নেতা রুহুল আমিন গাজীকে নিঃশর্ত মুক্তির জন্য সমাবেশে সাংবাদিক বক্তাগন সরকারের প্রতি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী’র মুক্ত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য ঐক্যমত পোষণ করেন।