বিশ্বনাথে জমে উঠেছে দশঘর ইউপি নির্বাচন

বিশ্বনাথ প্রতিনিধি :: আগামী ২৯ অক্টোর অনুষ্ঠিত হবে নির্বাচন। ভোটগ্রহণের আর মাত্র ছয় দিন বাকি। শেষ সময়ে জমে উঠেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারণা। দীর্ঘ ১৭ বছরে অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে সর্বত্র। প্রার্থীদের নির্বাচনী মিছিল-মিটিংয়ে সরগরম গ্রামীণ এ জনপদ। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে হাট-বাজার, পাড়া-মহল্লার অলি-গলি। প্রতীক পেয়ে মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন ৬৬ জন প্রার্থী। রাত-দিন তারা গ্রামে গ্রামে গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি ভোটারদের দোয়া নিতে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই বিনা দাওয়াতেই হাজির হচ্ছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। প্রার্থীরা কেউ দলীয় পরিচয়ে, কেউ উন্নয়নের নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। সেই সাথে মুঠোফোনে খুদে বার্তায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও চলছে প্রচারণা। তাছাড়া ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের নামে রেকর্ডিং গানও প্রচার করা হচ্ছে মাইকে।উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সীমানা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ ১৭ বছর ধরে নির্বাচন স্থগিত ছিল দশঘর ইউনিয়নের। পরে গেল ২৪ সেপ্টম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহনের দিন ধার্য করে গত ১৩ অক্টোবর প্রার্থীদের মধ্যে বরাদ্দ দেয়া হয় প্রতীক। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খান ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টি মনোনীত আব্দুুল মান্নান লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) সমছু মিয়া লয়লুছ ঘোড়া প্রতীক ও (বিএনপির বিদ্রোহী প্রার্থী) আবুল হোসেন আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিষদের সাধারণ সদস্য পদে ৯ ওয়ার্ডে ৪৯ জন ও ৩ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন লড়ছেন। উল্লেখ্য, দশঘর ইউনিয়নের মোট ভোটার রয়েছেন ১৪১১৮জন। তার মধ্যে পুরুষ ভোটার ৭২০৯ ও নারী ভোটার ৬৯০৯ জন। আগামী ২৯ অক্টোবর ১০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুুষ্ঠিত হবে।