নাটোর প্রতিনিধি- নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের করোটা উত্তরপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার ও নিরীহ কৃষক আব্দুল মুন্নাফ এর বিরুদ্ধে অপহরণ মামলার প্রতিবাদে এবং প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা বৃষ্টির মধ্যে করোটা উত্তরপাড়া মসজিদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোতালেব হোসেন, জাকির হোসেন,নওয়াব আলী মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব, আব্দুস সালাম,আমির হোসেন।। বক্তারা , করোটা উত্তর পাড়া গ্রামের নিরীহ কৃষক ও মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুল মুন্নাফ এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ এবং মামলা প্রত্যাহারের দাবী জানান।উল্লেখ্য, নিরীহ কৃষক আব্দুল মুন্নাফ এর জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল কবির হোসেন। তাকে আব্দুল মান্নাফ বহু বছর ধরে জায়গা ছেড়ে অন্যত্র বসতি গড়ার কথা বলে আসছিল। সম্প্রতি গ্রামবাসীর মাধ্যমে জায়গা ছাড়ার জন্য চাপ দিলে মামলাবাজ কবির হোসেন ক্ষীপ্ত হয়ে কৃষক পরিবারের সদস্যদের নামে মিথ্যা অপহরণ মামলা দায়ের করে। কবির হোসেনের বোন শারমিন খাতুন আবুকে ভালোবেসে বিয়ে করে আব্দুল মুন্নাফের শ্যালক নজরুল ইসলাম। এ বিয়েতে ছেলে পক্ষের সম্মতি ছিল না। মেয়ে পক্ষই বিয়েটা দেয়। বিয়ের পর একই গ্রামে ভালোভাবেই সংসার করে আসছিল তারা। হঠাৎ করে গত ৩১ জুলাই আব্দুল মুন্নাফ ও তারঁ শ্যালকের বিরুদ্ধে অপহরণ মামলা করে। মামলা দায়েরের পর থেকে গত দুই মাস পলাতক জীবন যাপন করছেন কৃষক পরিবারটি।