শফিক আল কামাল (পাবনা) ॥ পাবনায় ব্র্যাক’র উদ্যোগে মানবাধিকার সুরক্ষায় সচেতনতা ও আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা পাবনা জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে মঙ্গলবার (২০’অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়। পাবনার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নিত্যানন্দ সরকার এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে অংশগ্রহন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যামসুন্দর রায়, যুগ্ম ও জেলা দায়রা জজ, অর্থঋন আদালত মোহা. জালাল উদ্দিন, সিনিয়র সহকারী জজ, জেলা লিগ্যাল এইড অফিসার মো. ইমতিয়াজুল ইসলাম, জেল সুপার মো. শাহ আলম খান, পাবনা বার এসোসিয়েশনের সভাপতি মো. সাহাবুদ্দিন সবুজ, পাবনা জজকোর্ট পি. পি মো আব্দুস সামাদ খান রতন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ। এ সময় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি ঢাকা প্রধান কার্যালয়ের ম্যানেজার মো. মিজানুর রহমান। সঞ্চালনা করেন ব্র্যাক’র রাজশাহী জোনাল ম্যানেজার মোছা. সুফিয়া বেগম। সভায় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা সুচির বিভিন্ন কর্মকান্ডের বর্ননা করা হয়। উপস্থিত বিচারক মন্ডলী জেলা লিগ্যাল এইড ও অন্যান্য সমমনাপ্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য পরামর্শ দেন এবং পাবনাজেলার ব্র্যাক লিগ্যাল এইডের মামলাগুলোর দিকে আরও নজর দেয়ার আশ্বাস দেওয়া হয়।