ইয়ানূর রহমান : যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (বর্তমানে শিশু উন্নয়ন
কেন্দ্র) আবারো এক ‘বন্দি’ কিশোর আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দি কিশোর সায়েম হাওলাদার ( ১৫) পটুয়াখালী জেলার দসমিনা থানার হাদিরচর
গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে। এনিয়ে গেল শুক্রবার থেকে এই পর্যন্ত
কেন্দ্রের তিন ‘বন্দি’ কিশোর আত্মহত্যার চেষ্টা করলো।
যশোরে অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, যশোর শিশু উন্নয়ন
কেন্দ্র (বালক) এর ৫০ নম্বর হাউজের দ্বিতীয় তলায় সায়েম হাওলাদার থাকে।
পটুয়াখালী জিআর ১৭৯/২০ নম্বর মামলা মূলে আদালতের আদেশে ২০ সেপ্টেম্বর
তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র পুলেরহাটে আনা হয়। কিশোর সায়েম হাওলাদার
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডরমেটরির দ্বিতীয় তলায় জানালার গ্রিলের
সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময়
আশপাশে থাকা অন্য কিশোর ‘বন্দি’রা টের পেয়ে তাকে উদ্ধার করে কেন্দ্রের
কর্তৃপক্ষকে জানায়। পরে তারা সায়েম হাওলাদারকে যশোর জেনারেল হাসপাতালে
ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।