ভাঙ্গুরা সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী টুকুন , মন্ডতোষ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফসার বেসরকারিভাবে নির্বাচিত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়ন ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাত দশটার দিকে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসার এই ফলাফল ঘোষণা। এতে সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক টুকুন ৫ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং মন্ডতোষ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফসার আলী মাস্টার ২ হাজার ৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাঙ্গুড়া সদর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বেলাল হোসেন খান সর্বশেষ অবস্থানে থেকে প্রায় জামানত হারানোর উপক্রম হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ভাঙ্গুরা সদর ইউনিয়নে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম ফারুক টুকুন ৫০৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জাহাঙ্গীর আলম বিদ্যুৎ পান ২৩৯৪ ভোট। তবে আওয়ামী লীগের প্রার্থী বেলাল হোসেন খান (বর্তমান চেয়ারম্যান ) ১৪৭৯ ভোট পেয়ে ৪ জন প্রার্থীর মধ্যে সর্বশেষ অবস্থান পেয়েছেন। অপর প্রার্থী বিএনপির বিদ্রোহী জাহিদুজ্জামান পান ১৭৫০ ভোট।

অপরদিকে মন্ডতোষ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফসার আলী মাস্টার ২৩৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ (বর্তমান চেয়ারম্যান) পেয়েছেন ২১৮২ ভোট। এই ইউনিয়নে বিএনপির প্রার্থী আকরাম হোসেন পান মাত্র ৩৮২ ভোট। ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুর ইসলাম মিন্টু পান ৭৬০ মোট এবং স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম পান মাত্র ২৩ ভোট।