ব্রাকের সহযোগীতায় ও বিডিএসসির আয়োজনে নাটোর সদরের চকরামপুর সচেতন কর্ম সহায়ক সংস্থায় নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ, কিশোর ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম পান্না। বিশেষ অতিথির মধ্যে ব্রাকের ডিভিশনাল ম্যানেজার রায়হানুল করিম, সচেতন কর্মসংস্থার নির্বাহী পরিচালক আফরোজা বেগম রিনা, বিডিএসসির নির্বাহী পরিচালক মজিবুর রহমান মজনু, প্রোগ্রাম অফিসার ফয়সাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটকালীন সময়ে ব্রাকের সহযোগীতায় ও বিডিএসসির আয়োজনে ৫০ জন নারী ও কিশোরীর মাঝে স্বাস্থ্য সুরক্ষায় সুরক্ষা উপকরণ সামগ্রী বিতরন করা হয়।