সড়ক বিভাগে অভিযোগ দিলেও কর্ণপাত করেনি কেউ! বিশ্বনাথে সরকারী জায়গায় টয়লেট নির্মাণ

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সড়ক ও জনপদের জায়গায় টয়লেট নির্মাণ করে সরকারি জায়গা দখল করা হয়েছে। বিশ^নাথ-রামপাশা নরশিংপুরের সড়কের পাশে টয়লেটটি নির্মাণ করছেন নরশিংপুর গ্রামের মৃত তফজ্জুল আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম আলী। এ অভিযোগ এনে সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে গত ১৯ জুলাই অভিযোগ করেছেন একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম। কিন্তু এ অভিযোগ দেয়ার আড়াইমাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারনে কোন ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ।
অভিযোগে বলা হয়েছে, আব্দুল কাইয়ুমের পৈত্রিক ভুমি মশুলা মৌজার (বিএস) ১৩১০ খতিয়ানের ৬২ নং দাগের ভূমি বিশ^নাথ-রামপাশা সড়কের পাশে অবস্থিত। ওই দাগের ভুমি সরকারি সি এন্ড বি ৬৫নং দাগের সঙ্গে সংযুক্ত। আর ৬১ নং দাগের মালিক ইব্রাহিম আলীর মা ও তফজ্জুল আলীর স্ত্রী সাইদুন নেছা। কিন্তু ইব্রাহিম আলী তার জায়গার পাশে সড়ক ও জনপদের সরকারি জায়গায় একটি টয়লেট ও একটি ট্যাংকি নির্মাণ করে আব্দুল কাইয়ুমের ভূমির সংযোগ রাস্তা বন্ধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে যে কোন সময় বিশৃঙ্খলা সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এব্যাপারে ইব্রাহিম আলী ওই টয়লেট নির্মাণের দায়িত্বে থাকা ইসমাইল আলী বলেন, ইব্রাহিম আলী তার নিজ মালিকাধীন জায়গায় টয়লেট ও ট্যাংকি নির্মাণ করেছেন। পাশেই তার মার্কেট রয়েছে। এটা যদি সরকারি জায়গা হয়, তাহলে সরকারের লোকজন এসে আপত্তি দিবে। এ বিষয়ে জানতে সিলেট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী করিব আহমদ জানান, অভিযোগ পেয়েছেন, দু’এক দিনের মধ্যে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।